ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জ-১ আসন
আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব, বোনকে আটকাতে মরিয়া ভাই
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:১১ পিএম আপডেট: ০২.০১.২০২৪ ৬:২১ পিএম  (ভিজিট : ৭৫৩)
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের সুযোগে নৌকা ছেড়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী ঈগলের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। হোসেনপুরে ভোটের ব্যবধান কমিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে আসা এ দুর্গে এবার স্বতন্ত্র প্রার্থী ঈগলের থাবায় নৌকার বিজয়কে শঙ্কায় ফেলেছে। এতে লাঙলের প্রার্থী ডা. আবদুল হাইয়ের সামনে বড় সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। 

কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি। নৌকা না পেয়ে তারই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম স্বতন্ত্র হয়ে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

তারা উভয়েই মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ও বোন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। কিশোরগঞ্জ সদর উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৩৩২ জন ও হোসেনপুর উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৪৬ জন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনী প্রচারণা   কিশোরগঞ্জ-১ আসন   ভাই-বোনের লড়াই  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close