টিভি নাটকের ব্যস্ত অভিনেতা ইন্তেখাব দিনার। নাটকের পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন। ওটিটি মাধ্যমেও দেখা যায় তাকে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
অভিনয়ে ব্যস্ততা কেমন কাটছে?
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছি। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। দীর্ঘদিন পর তার পরিচালনায় কাজ করা হলো। কাজটি করে অনেক ভালো লেগেছে। এ বছরে এটিই আমার বিজ্ঞাপনে কাজ। এ ছাড়া নাটক ও ওটিটিতেও কাজ করছি।
ওটিটিতে কী কাজ করছেন?
সৈয়দ সাকিলের পরিচালনায় ‘ইউএনও’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করছি। এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। এলাকার প্রভাবশালী মন্দলোকেরা যেমন হয়। এটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে। আরেকটা কাজ করছি নেয়ামুল মুক্তার...। এটি ভারতীয় ওটিটির জন্য। এ ছাড়া কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব ফিল্মের কাজও শেষ করেছি।
নেগেটিভ চরিত্রে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন?
নির্মাতারা যেভাবে চান, একজন অভিনয়শিল্পী সেভাবেই অভিনয় করেন। ক্যারিয়ারের বহু পজেটিভ চরিত্রে অভিনয় করেছি। নির্মাতা চেয়েছেন বলেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। তবে ভিন্ন চরিত্রে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। চরিত্রের মধ্যে চ্যালেঞ্জিং থাকে। ভিন্ন কাজের মধ্যে বাড়তি আনন্দও থাকে। সেই জায়গা থেকে ‘ইউএনও’ কাজটি উপভোগ করেছি।
নতুন বছরে আপনার কয়েকটি ছবি তো মুক্তির অপেক্ষায় আছে
তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। বদরুল আলম সৌদের ‘শ্যামা কাব্য’ এ বছর মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়েছে। ছবিটি আগামী বছর পাবেন দর্শকরা। এ ছাড়া এনামুল করিম নির্ঝরের ‘বানান’ ও শরাফত আলী জীবনের ‘চক্কর’ রয়েছে।
অভিনয়ের ক্ষেত্র বাড়লেও অনেকের হাতে কাজ কমছে। বিষয়টা কীভাবে দেখেন?
এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। কেউ কাজ পাবে, কেউ পাবে না এই অভিযোগ থাকবেই। আসলে যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয়। কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবে ওটিটি আসার পর থেকে শিল্পীরা কাজের সুযোগ পাচ্ছেন। গুণী শিল্পীরাও কাজ করছেন এখানে।
নাটকে সিন্ডিকেটের একটি বিষয়ে বলা হয়। আপনার কী মন্তব্য?
আমি নিজে কখনো সিন্ডিকেটে পড়ে কাজ করিনি। তাই এ নিয়ে আমার অভিজ্ঞতা নেই। অভিযোগও নেই। তবে কোনো চরিত্র নিয়ে একজন শিল্পীর প্রতি কারও চাহিদা থাকতেই পারে। এতে আমি দোষের কিছু দেখছি না।
অভিনয় জীবন নিয়ে কতটা সন্তুষ্ট?
যে স্বপ্ন নিয়ে অভিনয় শুরু করেছিলাম সেই পথ ধরে এখনও হাঁটছি, আগামীতে এই পথ ধরেই হাঁটতে চাই। অভিনয় আমাকে অনেক কিছু দিয়েছে। অভিনয় জীবন নিয়ে আমি সন্তুষ্ট।
সময়ের আলো/জেডআই