ই-পেপার বুধবার ১৬ অক্টোবর ২০২৪
বুধবার ১৬ অক্টোবর ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ
পটিয়া থানার ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৯:৫৫ পিএম  (ভিজিট : ২১৬০)
স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে কাজ করার অভিযোগে পটিয়া থানার দুই পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, এস আই সঞ্জয় কুমার ঘোষ ও এএসআই মো: জিয়াউল হক জিয়া। 

প্রত্যাহার হওয়া দুই পুলিশ অফিসার সোমাবার (১ জানুয়ারি) জেলা পুলিশ লাইনে যুক্ত হয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর পটিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়। গত ২৯ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার বরাবরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলাইমান, এসআই সঞ্জয় কুমার ঘোষ, মো. আসাদুর রহমান, রতন কান্তি দে, আকরাম হোসেন সুমন, শিমুল চন্দ্র দাস, এএসআই জিয়া উদ্দিন, এএসআই মো. ফয়েজ আহমদ, এএসআই অনুপ কুমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

তারা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ওঠে।

পটিয়া নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী বলেন, দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কারণে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী নিজেই ওসি (তদন্ত) সহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। 

এ অভিযোগের প্রেক্ষিতে এসআই ও এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পটিয়া থেকে ওসি (তদন্ত) মো: সোলাইমানসহ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে দ্রুত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

পটিয়া থানার ওসি মো. জসীম উদ্দিন দুই পুলিশ অফিসারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এস আই সঞ্জয় কুমার ঘোষ ও এএসআই জিয়াউল হক জিয়াকে সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close