ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:৩৭ পিএম আপডেট: ০১.০১.২০২৪ ২:০২ পিএম  (ভিজিট : ৯২৭)
ঢাকা শহরে ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে রাজার বাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশন এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে ২১৪৬টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে একই স্থানে একটি কেন্দ্র আবার একই স্থানে একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাহিরে টহলপাটি স্টাইল হিসেবে বিজেপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।

তিনি বলেন, ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত বলে মনে করছি।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র   ডিএমপি কমিশনা   হাবিবুর রহমান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close