ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে নতুন বই বিতরণ উৎসব
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১২:২৭ পিএম  (ভিজিট : ৭২৮)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠান করা হয়। বই উৎসবে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

তিনি বলেন, জ্ঞান চর্চার অন্যতম বস্তু বই। নতুন বইয়ের সুঘ্রাণ জ্ঞান আহরণের আগ্রহ বাড়িয়ে দেয়। পৃথিবীর উন্নত দেশে নজির না থাকলেও আমাদের দেশের শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা প্রশংসনীয়। যা দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক। জাতিরজনকের তনয়াকে ধন্যবাদ। ৩১ কোটি নতুন বই ৩ কোটি ৮২ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়ার জন্য। 

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসূফ হারুন টিপু, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান শামীম, নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আল মেরাজ, শিক্ষানুরাগী দুর্জয় মাহমুদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। সারাদিন উপজেলার বিদ্যালয়গুলোতে চলবে বই উৎসব।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  নতুন বই বিতরণ   বই উৎসব   দোহার-নবাবগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close