ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, টিয়ার সেল নিক্ষেপ
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:২০ এএম  (ভিজিট : ১০২০)
হবিগঞ্জের লোকড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ আহত হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানায়, রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে লোকড়ার ধলো এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনায় এক শিশু আহত হয়। এর জের ধরে ইজিবাইক চালক বাটপাড়া গ্রামের বন্দর আলীর সাথে ধলো গ্রামের জসিম মিয়ার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে এ খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে দু'জনের পক্ষে কয়েকটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close