মৃত ব্যক্তিকে দেখার সময় যে দোয়া পড়তে হয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:১২ এএম আপডেট: ২৯.১২.২০২২ ৫:২২ এএম (ভিজিট : ৯৭২)
হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কোনো রোগশয্যায় শায়িত ব্যক্তি কিংবা মৃতের কাছে উপস্থিত হলে তার সম্পর্কে উত্তম কথা বলবে। কেননা তোমরা যা বলবে, ফেরেশতারা তার ওপর আমিন বলবেন।’
আবু সালামা (রা.) ইন্তেকাল করলে এক সাহাবি নবীজি (সা.)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আবু সালামা ইন্তেকাল করেছেন। তিনি বলেন, তুমি বলো, ‘আল্লাহুম্মাগফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবান হাসানাহ’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি আমাকে ও তাকে ক্ষমা করুন এবং আমাকে তার চেয়েও উত্তম প্রতিদান দান করুন।’ বর্ণনাকারী সাহাবি বলেন, আমি তা-ই করলাম। আল্লাহ আমাকে তার চেয়েও উত্তম বিনিময় মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-কে দান করেছেন। (ইবনে মাজা : ১৪৪৭)