প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:০৫ পিএম (ভিজিট : ৭২৫)
করোনার নতুন ধরন `ওমিক্রন'-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিয়ম ফের চালু করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে তা কার্যকর হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হবে। মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমানো হবে কি-না, তা জানানো হয়নি।
গত অক্টোবরে এই দুই মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল সৌদি আরব। তবে দেশটিতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার ৭৫২ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। সৌদিতে করোনায় এ পর্যন্ত পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৭ জন আক্রান্ত এবং মারা গেছেন আট হাজার ৮৭৫ জন।
/এসএ