প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১:৫৭ পিএম (ভিজিট : ৫২৫)
ইউক্রেন নিয়ে পরস্পরকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই নেতার দীর্ঘ ৫০ মিনিটের ফোনালাপের পর দু’দেশের কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন।
‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র’, পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছেন বাইডেন।
তিনি বলেন, ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন।
মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার নেতার সঙ্গে দীর্ঘ ৫০ মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেছেন- রাশিয়া ইউক্রেনে আবারও কোনো ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও অংশীদাররা এর কঠোর জবাব দেবে।’
এদিকে বাইডেনের সঙ্গে তার ফোনালাপে সন্তুষ্টি প্রকাশ করলেও ইউক্রেন প্রশ্নে উত্তেজনার প্রেক্ষাপটে জোরালো নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন পুতিন।
এক সংবাদ সম্মেলনে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ক্রেমলিন সার্বিকভাবে এ আলোচনায় খুশি।
তবে তিনি বলেন, পুতিন বাইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো আসন্ন নিরাপত্তা আলোচনা থেকে একটি বাস্তবসম্মত ‘ফলাফল’ আশা করে। তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।
‘এটি হবে একটি বড় ভুল। আমরা আশা করি তা ঘটবে না’ যোগ করেন ইউরি উশাকভ।
/এসএ