ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

লঞ্চে আগুন: নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
প্রকাশ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৫:৫১ পিএম  (ভিজিট : ৩৮১)
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। এতে প্রকৃত ঘটনা উদঘাটনে বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সোমবার রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী। আবেদনে নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির ধারসিঁড়ি ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে রোববার পর্যন্ত ৪১ জনের প্রাণহানির খাবর পাওয়া গেছে।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close