প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৭:১১ পিএম (ভিজিট : ৪৪৪)
প্রাণঘাতি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে লন্ডন থেকে ২০৫ যাত্রী নিয়ে ফের আরেকটি ফ্লাইট পৌঁছেছে সিলেটে। বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন ২০৫ জন যাত্রী।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ একটি ফ্লাইট। তবে সিলেটে নামেন ২০৫ জন যাত্রী। বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
এদিকে সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডা. আহমেদ সিরাজুম মুনীর।