প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৮:৪৪ পিএম (ভিজিট : ৫০৫)
বাংলাদেশ জানুয়ারির শেষের দিকে বা তার আগেও ভ্যাকসিন পেতে পারে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, ভারতও সেরাম ইনস্টিটিউটকে অনুমোদন দেওয়া হলে বাংলাদেশ জানুয়ারির শেষের দিকে বা তার আগেও ভ্যাকসিন পেতে পারে।’
বুধবার (৩০ ডিসেম্বের) সকালে রাজধানীতে কোভিড নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘কোভিড নিয়ন্ত্রণে থাকলেও, চলে যায়নি, তাই বাংলাদেশের অর্জন ধরে রাখতে সরকারি বেসরকারি স্বাস্থ্যসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। আমরা ভ্যাকসিন ক্রয় করার প্রক্রিয়া কমপ্লিট করেছি। যেহেতু ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে, ভারতও অনুমোদন দেবে। হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়ে দেবে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, জানুয়ারি মাসে সেরাম ইনস্টিটিউট যদি আমাদের খবর দেয়, তাহলে শেষে অথবা তার আগেও ভ্যাকসিন পেয়ে যেতে পারি।’