প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:০৭ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ৬:০৯ পিএম (ভিজিট : ৫২৬)
বগুড়ায় তথ্য সংগ্রহ করার সময় সাংবাদিকদের উপর হামলা করেছে স্থানীয় ইউপি সদস্য লয়া মিয়া ও তার সহযোগীরা। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের আশ্রায়ন প্রকল্প-২ বগুড়া সদরের ৩নং নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘিরপাড় এলাকায় অফিসের এসাইনমেন্ট প্রস্তুতের জন্য যান সাংবাদিকরা। তখন সরকারি কর্মকর্তারা পরিদর্শন করতে এসে সিমেন্টের খাম্বার হালকা ধাক্কা দিতেই ভেঙে পড়ে যায়। ঠিক সেই সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এবং তার সহযোগীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।
সাংবাদিকদের ক্যামেরা, বুম ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। হামলায় সময় টেলিভিশনের বগুড়া রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলাম গুরতর আহত হয়। তাদের চিকিংসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইজন সাংবাদিক মাটিতে আহত অবস্থায় শুয়ে আছে। তখন তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করানোর নির্দশ করি। জানতে পারি হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা ও বুম ছিনিয়ে নেওয়া হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।