ই-পেপার শনিবার ৫ অক্টোবর ২০২৪
শনিবার ৫ অক্টোবর ২০২৪

গৌরনদীতে সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মামলা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ১১:২৯ পিএম  (ভিজিট : ২৭৫)
থানার ওসি মো. গোলাম সরোয়ারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রচারের অভিযোগে দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান ও পত্রিকার সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট এসএম রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার রাতে বরিশালের গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
থানার এসআই মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে রোববার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৯/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করেছেন। মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, মোল্লা ফারুক হাসান একজন কথিত সাংবাদিক, তার স্বভাব-চরিত্র ভালো না। তিনি নিজে একজন মাদক ব্যবসার পৃষ্ঠপোষক। তার নিকট আত্মীয়-স্বজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, থানার এসআই মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে মামলাটি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে অভিযুক্ত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান বলেন, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close