ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

স্টার কাবাবে পঁচা কাবাব পরিবেশনের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:২২ পিএম  (ভিজিট : ২৩৬)
রাজধানীর বনানী স্টার কাবাবে দুপুরে খাবার খেতে যান সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক। এ সময় খাবারের অর্ডার নিয়ে পঁচা ও বাসী কাবাব পরিবেশন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে সাংবাদিক অলককে মারধর করে রক্তাক্ত করে ম্যানেজারসহ স্টাফরা।

রোববার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

সাংবাদিক অলক জানান, পঁচা মাংসের কাবাব দেয়ার প্রতিবাদ করলে প্রথমে তারা বিষয়টি স্বীকার করে না। পরে ওদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমি এর বিচার চাই।

স্টার কাবাবের বিরুদ্ধে বাসী এবং পঁচা খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের। এর মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অনেকে। সামাজিক যোগাযগ মাধ্যমে এর প্রতিবাদে স্টার কাবাব বয়কটেরও ডাক দিয়েছে কেউ কেউ।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close