ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ছত্রিশগড়ে জঙ্গলে অভিযান, প্রাণ গেল ৩৬ মাওবাদীর
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:২৭ এএম  (ভিজিট : ১৩০)
ভারতের ছত্রিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের জঙ্গলে ৩৬ মাওবাদীকে হত্যা করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিযানে এ কে সিরিজসহ বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার মাওবাদীবিরোধী ওই অভিযান শুরু করে। দাবি করা হচ্ছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওরচা ও বারসুর থানার গোভেল, নেন্দুর ও থুলথুলি গ্রামে যৌথ অভিযানে পৃথক দল পাঠানো হয়। নিরাপত্তা সদস্যরা ওই গ্রামগুলোতে চিরুনি অভিযান শুরু করে। শুক্রবার দুপুরে নেন্দুর-থুলথুলি সংলগ্ন জঙ্গলে এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা সদস্যদের ধাওয়া খেয়ে বাকি মাওবাদীরা জঙ্গলের আরও গভীরে পিছু হটে। এই অভিযান বড় ধরনের ছিল জানিয়ে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও।

তিনি বলেছেন, নকশালবাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। রাজ্য থেকে নকশালবাদ নিশ্চয়ই নির্মূল হবে।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close