ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১০:০৪ পিএম আপডেট: ০৫.১০.২০২৪ ১১:৫৮ পিএম  (ভিজিট : ৩৬১)
ঢাকা কেরানীগঞ্জ রামের কান্দায় একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় হোটেল মালিক মোঃ মিন্টু (৫৫) নামে একজন দগ্ধ হয়েছে। তাকে জাতিয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫অক্টোবর) সন্ধ্যার দিকে রামেরকান্দা কলেজের বিপরীত পাশে ঘরোয়া হোটেলে এই বিস্ফোরনের ঘটনাটি ঘটে। 

ফায়ারসার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মোঃ শাহজাহান জানান, খবর পেয়ে সন্ধ্যা সারে ৭টার দিকে আগুনের ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট আগুন আগুন নিভিয়ে ফেলে। পরে ভিতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

দগ্ধ হোটেল মালিক মোঃ মিন্টু জানান,রামেরকান্দা মোড়ে তার  ঘরোয়া খাবার হোটেল। হঠাৎ রাস্তার পাশে রাখা সিলিন্ডার বিস্ফোরন হয়ে হোটেলে আগুন ধরে যায়। এরপর আর কিছুই মনে নেই। তবে তার হোটেলে ইলিয়াস, আক্রাম হোসেন, আওয়াল সহ চার পাচজন কাজ করতো। 

জানা যায়, রামের কান্দা বোর্ডিং  মার্কেট এলাকায়  একটি খাবার হোটেলের সামনে গ্যাস সিলিন্ডার রেখে ওই দোকানের মালিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই দোকানের সামনের রাস্তায় একটি ট্রাক  ওই গ্যাস সিলিন্ডারটিকে সজরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে হোটেলটিতে আগুন  ধরে যায়। এতে ওই হোটেলের তিন কর্মচারী দোকানের ভিতর আটকে পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close