ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

জ্যোতিদের মিশন এবার ইংল্যান্ড
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:৫৬ এএম  (ভিজিট : ১৬০)
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা দারুণ হলো বাংলাদেশ নারী দলের। আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশকের হারের বৃত্ত থেকে বের হয়েছে টাইগ্রেসরা। এবার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। আগের ম্যাচে জয় পাওয়ায় ইংল্যান্ড ম্যাচের আগের দিন বাধ্যতামূলক অনুশীলন রাখেনি বাংলাদেশ দল। এ দিন ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন হাতেগোনা কয়েকজন।

আজ শারজাহতে দ্বিতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশ দলের ভাবনার বিষয় মন্থর উইকেট আর বড় বাউন্ডারি। ঐচ্ছিক অনুশীলনে আসা খেলোয়াড়দের একজন টপঅর্ডারের সোবহানা মোস্তারি। এ দিন বড় শট রপ্ত করার চেষ্টা করেছেন এই ব্যাটার।

স্কটিশদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। বাউন্ডারি ছিল ১০টি। তিন নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ বলে ৩৬ রান করা সোবহানার ব্যাট থেকে আসে মাত্র দুটি বাউন্ডারি। এ ছাড়া সর্বোচ্চ ৩টি চার মারেন ওপেনার সাথি রানী।

বাউন্ডারি থেকে বেশি রান না আসার বিষয়টি নিয়ে সোবহানা বলেন, ‘শারজাহর উইকেট ধীরগতির। অনেক ধীর বলব না। বল ভালোভাবে ব্যাটে আসে। তবে আউটফিল্ড ধীরগতির। প্রথম ম্যাচে আমাদের প্রায় ৫-৬টা চার হয়নি। বাউন্ডারি অনেক বড়, দুই কোণে প্রায় ৭২ মিটার। এ কারণে মাঠটা এক পাশে অনেক বড়। তো ঠিক আছে মোটামুটি। আমরা মানিয়ে নিচ্ছি। আর প্রথম ম্যাচ দুপুরে হওয়ায় অনেক বেশি গরম ছিল। আগামী ম্যাচগুলো সবই রাতে। দেখা যাক কী হয়।’

বড় বাউন্ডারির সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটাররা আগে থেকেই পরিচিত। এমনকি দলটা র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে থাকে। বিশ্বকাপে তিনবারের দেখায় শতভাগ জয় বাংলাদেশের বিপক্ষে। তবে সব সামলে সোবহানার প্রত্যাশা ভালো কিছুর, ‘ইংল্যান্ড বরাবরই ভালো। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সবসময় সেরা তিনে থাকে। তারপরও আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সঙ্গে। তবুও আশাবাদী আমরা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আমরা অনেক ভালো খেলেছি তাদের সঙ্গে, বিশেষ করে বোলিং বিভাগ অনেক ভালো করেছে। আমরা আশাবাদী কালকেও (আজ) সর্বোচ্চ দেওয়ার ব্যাপারে। তারপর ফলই বলে দেবে কী হয়।’

স্কটিশদের বিপক্ষে জয় ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখবে বলেও প্রত্যাশা সোবহানার, ‘গতকাল (পরশু) ম্যাচ আমরা জিতেছি। এরপর থেকে দলের একতা, আত্মবিশ্বাস অনেক বেশি। দীর্ঘদিন পর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলেছি একটা ম্যাচ। আর আগামীকাল (আজ) ম্যাচ। আশা করি আমরা শতভাগ এফোর্ট দেব। যেখানে যেখানে ভালো করার, ব্যাটিং-বোলিং বা ফিল্ডিংয়ে আমরা শতভাগ দিয়ে চেষ্টা করব।’
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হওয়া রিতু মনিও জানিয়েছেন প্রস্তুতিটা ভালো হওয়াতেই ফলাফল আসছে, ‘খুবই ভালো লাগছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা জেতার পরই সবার মন খুব উৎফুল্ল ছিল। প্রথম ম্যাচটা জেতার পর আমাদের মনটা এখনও সেরকমই আছে। ইংল্যান্ডের সঙ্গে ভালো কিছুই আশা করছি।’

শারজাহর মন্থর উইকেট ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হলেও সুবিধা পাবেন বাংলাদেশের বোলাররা। স্কটল্যান্ডের বিপক্ষেও উইকেটের সুবিধা নিয়েছেন রিতু। চার ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট নেওয়া রিতু করেছিলেন ১৫টি ডট বল। ইংল্যান্ড ম্যাচেও একইরকম করার কথা জানালেন তিনি, ‘প্রথম থেকেই আমার চিন্তা থাকে ডট বল করার। এটা আমি প্রথম থেকেই চেষ্টা করে আসছি। নেটেও যখন বল করি নিজে নিজেই গুনতে থাকি যে ৬ বলে কত রান দিচ্ছি বা কয়টা ডট করছি। এভাবেই আসলে ম্যাচেও সেটা চেষ্টা করি।’

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close