ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নামাজের মধ্যে বসতে ভুলে গেলে করণীয়
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ এএম  (ভিজিট : ১৩৪)
নামাজে দ্বিতীয় রাকাতের সেজদা শেষে বসা ওয়াজিব। চার রাকাতবিশিষ্ট জোহর, আসর, এশার নামাজসহ তিন রাকাতবিশিষ্ট মাগরিব ও বিতরের নামাজে দ্বিতীয় রাকাত শেষে বসতে হয়। তারপর উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজ সমাপ্ত করতে হয়। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় রাকাতে না বসে ভুলে দাঁড়িয়ে যায়, তা হলে নামাজ শেষ করার আগে সাহু সেজদা দিতে হবে।

হজরত আবদুল্লাহ ইবনে বুহায়নাহ (রা.) বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর নামাজ সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসেই দুটি সেজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন (বুখারি : ১২২৪)। হজরত আবদুল্লাহ ইবনে বুহায়নাহ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) জোহরের দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাতের পর তিনি বসলেন না। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সেজদা করলেন, অতঃপর সালাম ফেরালেন। (বুখারি : ১২২৫)


সময়ের আলো/আরএস/





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close