ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

৬ কোটি টাকার অবৈধ শাড়ি ও মখমল কাপড় জব্দ
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:৫০ পিএম  (ভিজিট : ১০৪)
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারত থেকে ঢাকার নারায়ণগঞ্জে নিয়ে আসা প্রায় ৬ কোটি টাকার বিপুল পরিমাণ শাড়ি এবং মখমল কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শুক্রবার (৪ অক্টোবর) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। তাই বৃহস্পতিবার বিসিজি স্টেশন পাগলার মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালনেরা হয়। একটি পাথর বোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সেই ট্রাককে থামতে বললেও সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্ট গার্ডের দল ট্রাকটিকে ধাওয়া করলে ড্রাইভার ও সহোযোগী ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক আরও বলেন, ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে থেকে লোকানো অবস্থায় দুই হাজার ২১০ পিস দামী শাড়ি ও তিন হাজার গজ মখমল কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত মালামালসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। 

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close