ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

টেকনাফে ২ দিন ধরে মাছ শিকার, নৌযান চলাচল বন্ধ
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৬:৩৪ পিএম  (ভিজিট : ২৯২)
বঙ্গোপসাগর ও বাংলাদেশ এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যার ফলে সাগর উত্তাল রয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ উপকূলের সাগর পাড়ে জাল ও নৌযানের বিভিন্ন ধরনের মেরামত কাজ করছেন মাঝিমাল্লারা। দুইদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন বিকল্প নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

নৌকার মাঝি ইব্রাহীম বলেন, সাগরে উত্তালের কারণে দুইদিন ধরে মাছ শিকার বন্ধ। যখন সাগর শিথিল হই তখন ২২ দিন সাগরে বন্ধ রাখা হয়। তখন আমরা কষ্টে পড়ে যাই। সরকারের কাছে ২২ দিন বন্ধ। সেটা খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। যে সময় জালে বেশি মাছ ধরা পড়ে তখন ২২ দিন বন্ধ রাখা হয়। আমাদের চলাফেরা কোন ব্যবস্থা নেই। ৯০ শতাংশ জেলেদের মধ্যে ৫ শতাংশ জেলে সরকারি চাউল পাই। আর বাকি চাউল পাই না ।

জেলে শামশুল আলম বলেন, সাগর উত্তালের কারণে আমরা সাগরে যেতে পারছি না। আমরা গরিব মানুষ। আমরা কোথায় যাব। আমরা এখন অসহায়। মাছ শিকার করা ছড়া অন্য কাজ জানিনা। সাগর ছাড়া আমরা চলাফেরা করতে কষ্ট হয়ে যাই। 

জেলে কালু মিয়া বলেন, সাগর উত্তল এর কারণে আমরা জাল নৌকা মেরামত করতেছি। আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। ছেলেমেয়েদের পড়ালেখার করাতে পারছি না। আমরা এখন চিন্তায় পড়ে গেছি। সামনে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখা হবে। আমরা সরকারী চাউল ও পাই না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ সতর্কবার্তায় বলা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আবহাওয়া জনিত কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় মাছ ধরা বন্ধ রয়েছে। তবে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে নদী ও সাগরের মাছ ধরা ও বিক্রয় বন্ধ থাকবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close