ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাটমোহর পৌরসভায় জলাবদ্ধতায় অনেক পরিবার পানিবন্দি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৬:১৫ পিএম  (ভিজিট : ৮২)
পাবনার চাটমোহর পৌরসভায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন মহল্লার রাস্তা। মহল্লায় মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। চরম বিপাকে পড়েছেন পৌরবাসী।  

গত বুধবার দিবাগত রাত থেকে শুক্রবার (৪ অক্টোবর) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিলো। এদিকে কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌরসভার ছোট শালিখা, কাজীপাড়া, আফ্রাতপাড়া, নারিকেলপাড়া, দোলং, চৌধুরিপাড়াসহ বিভিন্ন মহল্লায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাড়ির উঠানেও এখন পানি। পৌরসভার শালিখা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের মাঠটি এখন পানির নিচে। অধিকাংশ পরিবার পানি মারিয়ে চলাচল করছেন। 

এদিকে পৌরসভার প্রধান সড়কটি এখন খানাখন্দে ভরা। পানি জমে সড়কটির অনেক স্থানে ডোবায় পরিণত হয়েছে। চলাচলে অযোগ্য হয়ে পড়া সড়কে যানবাহন চলাচল দুরুহ হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এমন হাল হয়েছে মর্মে পৌরবাসীর অভিযোগ।

এদিকে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে কৃষকের সবজিসহ বিভিন্ন ফসল পানির নিচে। নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে পড়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close