ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

জ্যোতির চোখে আনন্দাশ্রু
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৩:৪৭ এএম  (ভিজিট : ১২২)
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের স্বাদ পেলেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ দলে অভিষেকের আগের বছর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। কুড়ি ওভারের বিশ্বকাপে ওটাই ছিল টাইগ্রেসদের শেষ জয়। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলে আসছেন নিগার সুলতানা জ্যোতি। অভিষেকের পর চারটি বিশ্বকাপ খেলা হলেও জয়ের মুখ দেখেননি বলে আফসোস করছিলেন সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে। বলেছিলেন, আক্ষেপটা ঘুচাতে চান তিনি।

যে কথা সেই কাজ, আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে তার দল। জয়ের পর অশ্রুসিক্ত হয়ে পড়েন জ্যোতি। এক দশকের আক্ষেপ ঘুচানোর দিন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলকও ছুঁয়ে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। তাই তো সব মিলে শারজাহতে জয়ের পর আবেগ ছুঁয়ে যাচ্ছিল তাকে। খুশির কান্না কাঁদছিলেন তিনি ডাগআউটে বসে।

ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মনে ছিল এটাই আমাদের সময়। এই জয় আমাদের জন্য অনেক অর্থবহ। এই ধরনের উইকেটে মানিয়ে নেওয়া জরুরি ছিল এবং শুরুতে ব্যাট করা মোটেও সহজ ছিল না। তবে রানী ও মোস্তারির পার্টনারশিপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটি ভালো স্কোর দাঁড় করিয়েছিলাম এবং আমাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস ছিল।’

বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণের কথা তুলে ধরে নিগার আরও বলেন, ‘আমাদের স্পিন আক্রমণ খুবই ভালো এবং মারুফাও দুর্দান্ত পারফর্ম করেছে। তাই আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমরা আমাদের স্কোর ডিফেন্ড করতে পারব। আমরা যেভাবে গতি পেয়েছি, তাতে আমি খুশি। মেয়েদের হাসি আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।’



সময়ের আলো/আরএস/






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close