ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

'শেষ টেস্টে' সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১:০০ এএম  (ভিজিট : ১৮৪)
দেশের মাটিতেই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের টেস্ট ফেয়ারওয়েল দেখতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি বলেন, এরকম একজন প্লেয়ার, যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি যেহেতু বাংলাদেশেই তার টেস্ট শেষ করতে চাচ্ছেন, সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে।
একজন খেলোয়াড় হিসেবে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা।

তবে, যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইনি বিষয় মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান তিনি।

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১১৯ রানের ছোট পুঁজি জমা করলে বোলারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। প্রতিপক্ষকে তারা ১০৩ রানে থামিয়ে দিতে সক্ষম হয়।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close