ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন এক হাজার মানুষ
২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:৫০ পিএম  (ভিজিট : ১৫২)
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২ জন। এর আগের দিন বুধবার ডেঙ্গুতে  রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছিল। যা এবছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ১৭ জন। এই চলতি মাসের তিন দিনে মোট মৃত্যু হলো ১৪ জনের এবং আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৬৬ জন। অর্থাৎ ডেঙ্গুতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

এর আগের মাস সেপ্টেম্বর মোট আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ২৫৮ জন এবং মোট মৃত্যু হয়েছিল ৯১ জনের। আর আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের। সেই হিসেবে  সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই আগের মাসের তুলনায় ছিল প্রায় তিন গুণ। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৫৫১ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৭৯২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন এক হাজার ৭৫৯ জন।

আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রোগী ভর্তি রয়েছেন। 

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯’শ ১৮ জন। আর এ বছরে ডেঙ্গুতে মোট ৩০ হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৪ হাজার ১২১ জন। আর এ বছর মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে পুরুষের মৃত্যুর হার ৪৮ দশমিক ৬ শতাংশ এবং নারিদের মৃত্যুর হার ৫১ দশমিক ৪ শতাংশ।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close