ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকায় রাতভর বৃষ্টি, চলতে পারে শনিবার পর্যন্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯:৪৪ এএম  (ভিজিট : ২০০)
রাজধানীতে বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। রাতভর থেমে থেমে বৃষ্টি চলেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে। কখনো জোরে, কখনো ঝিরিঝিরি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল কলোনি, গ্রিন রোড, ফকিরাপুলের অনেক রাস্তায় পানি জমে যায়। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত এসব রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের ভোগান্তি বেড়েছে।

বিশেষ করে কর্মস্থলগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি। দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজও ঢাকাসহ অনেক জায়গায় আকাশ মেঘলা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close