ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কারা মহাপরিদর্শক
এখনও ৫০০ বন্দি পলাতক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১:৫০ এএম  (ভিজিট : ১৪২)
পাঁচ আগস্টের পর সারা দেশে কারাগার থেকে পালানো বেশিরভাগ বন্দি ফিরে এলেও ৫০০ জন এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এ ছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কারা মহাপরিদর্শক আরও বলেন, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এ ছাড়াও কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বলে জানান তিনি।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এ সময় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close