ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বিমানের কার্গো রফতানি তথ্য দেখাতে মনিটর ও কল সেন্টার চালু
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:২৪ পিএম  (ভিজিট : ১১২)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কার্গো পরিবহনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং রফতানি কারকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে কার্গো রফতানি শাখায় মনিটর স্থাপন করেছে। পাশাপাশি কার্গো বিষয়ক কল সেন্টার চালু করেছে।

বুধাবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) জানান , বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন ফ্লাইটে পরিবহনকৃত পণ্যের বুকিং সংক্রান্ত তথ্য কার্গো রফতানি শাখায় স্থাপিত মনিটরে প্রদর্শিত হচ্ছে। এর ফলে সম্মানিত রফতানিকারক/এজেন্টগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিংকৃত এবং পরিবহনকৃত পণ্যের তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন এবং ব্যবসায়িক কর্মকান্ড ত্বরান্বিত করতে পারবেন। কার্গো বিষয়ক কল সেন্টার নম্বর ১৩৬৩৬ এক্সটেনশন-৬ ডায়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক পরিবহনকৃত কার্গো সংক্রান্ত তথ্য জানা যাবে। কার্গো বিষয়ক কল সেন্টার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকে।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close