ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সুপার হাসপাতালের কার্যক্রম নিয়ে বিএসএমএমইউর উপাচার্যের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:১১ পিএম  (ভিজিট : ৮৪)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও রক্ষাণাবেক্ষণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিকের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বিএসএমএমইউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।  

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, বৈঠকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা, চিকিৎসক, নার্সসহ কর্মরতদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও হাসপাতালের রক্ষাণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক, দূতাবাস কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইয়াংসেই ইউনিভার্সিটির শিক্ষক, গবেষকসহ  বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম প্রমুখ।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close