ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নামাজে আঙুল ফোটানো মাকরুহ
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:২২ এএম  (ভিজিট : ১০৬)
আমার ছোট চাচা একজন নামাজি মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেন। কিন্তু তিনি নামাজের মধ্যে সেজদায় যাওয়ার সময় প্রায়ই আঙুল ফোটান। বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগছে। 

তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আঙুল ফোটালে নামাজের সমস্যা কী? আমি তার কথার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারিনি এবং বিষয়টা আমার কাছেও অস্পষ্ট। তাই আমি জানতে চাই, নামাজে আঙুল ফোটালে নামাজের কি কোনো সমস্যা হয়? জানালে উপকৃত হব।
ফারহান খুলনা

উত্তর : নামাজ সরাসরি মহান সৃষ্টিকর্তার সঙ্গে আলাপচারিতার নাম। এ বড়ত্বের মহিমা অন্তরে রেখেই নামাজ পড়তে হয়। এমন অবস্থায় আঙুল ফোটানো বা এমন অসৌজন্যমূলক কর্মকাণ্ড করা মাকরুহ তাহরিমি। এ থেকে বিরত থাকা আবশ্যক। তাবেয়ি হজরত ইবরাহিম নাখায়ি এবং মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত, তারা উভয়ে নামাজে আঙুল ফোটানো মাকরুহ মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, বর্ণনা : ৭৩৬২)। (খুলাসাতুল ফাতাওয়া : ১/৫৭; মাজমাউল বাহরাইন, পৃ. : ১৩৮; ফাতাওয়া হিন্দিয়া : ১/১০৬; মাজমাউল আনহুর : ১/১৮৫; হালবাতুল মুজাল্লি : ২/২৪৯; রদ্দুল মুহতার : ১/৬৪২)

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close