ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মসজিদে শিশুদের নামাজের কাতার
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:১৯ এএম  (ভিজিট : ১৫০)
অনেকে মনে করেন, মসজিদে নাবালক শিশুদের বড়দের কাতারের মধ্যে দাঁড় করালে পেছনের মুসল্লিদের নামাজ হয় না বা নামাজ ত্রুটিযুক্ত হয়। এটি সঠিক ধারণা নয়। 

যদিও জামাতের কাতারের সাধারণ নিয়ম ও সুন্নত হচ্ছে- প্রাপ্তবয়স্করা সামনে দাঁড়াবে ও অপ্রাপ্তবয়স্করা পেছনে থাকবে। কিন্তু এর ব্যতিক্রম হলে নামাজ অশুদ্ধ হওয়ার কোনো কারণ নেই। 

এ জন্য শিশু একা হলে বা পেছনে দুষ্টুমির আশঙ্কা হলে বড়দের কাতারে সমানভাবে দাঁড় করানোই উত্তম। বুঝ হয়েছে, এমন নাবালক শিশুদের ব্যাপারে বিধান হলো, যদি শিশু একজন হয়, তা হলে তাকে বড়দের কাতারেই সমানভাবে দাঁড় করাবে। 

এ ক্ষেত্রে বড়দের নামাজের কোনো অসুবিধা হবে না। একাধিক শিশু হলে প্রাপ্তবয়স্কদের পেছনে পৃথক কাতারে দাঁড় করানো সুন্নত। তবে হারিয়ে যাওয়া বা দুষ্টুমি করার আশঙ্কা হলে বড়দের কাতারেও দাঁড়াতে পারবে। বড়দের কাতারে দাঁড়ানোর কারণে কঠোর ভাষায় শিশুদের পেছনে পাঠিয়ে দেওয়াও সুন্নাহ পরিপন্থী। (আলবাহরুর রায়েক : ১/৬১৮, আদ্দুররুল মুখতার : ১/৫৭১)

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close