ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

৩ যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোতি গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:১৯ পিএম  (ভিজিট : ১৩৬)
দীর্ঘ ৩৬ বছর পর গাইবান্ধায় দস্যুতা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মোতি (৬০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর পাঁচটার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আসামির বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধে এজাহার দায়েরের প্রেক্ষিতে ১৯৮৮ সালের ২৬ মার্চ  থানায় নিয়মিত মামলা রুজু হয়। এরপর থেকে গ্রেফতার আব্দুল মোতি ওরফে পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় আজ (মঙ্গলবার) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জিআর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close