ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্র্যাক ব্যাংকে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪:৪২ পিএম  (ভিজিট : ১৮৪)
ব্র্যাক ব্যাংক থেকে অন্যায়ভাবে ২ হাজার ৬৬৮ জনকে চাকরিচ্যুত করার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান।

মানবন্ধনে কর্মকর্তারা জানান, ব্যাংক ব্যাংক বিভিন্ন সময় অন্যায়ভাবে ২ হাজার ৬৬৮ জন কর্মীকে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করেছে। আমরা স্থায়ী অফিসার হিসেবে ব্র্যাক ব্রাংকে কর্মরত ছিলাম। আমরা চাকরিকালীন সময়ে উক্ত ব্যাংকে বিভিন্ন বিভাগে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি এবং স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিয়ে প্রমোশন ও বিভিন্ন কর্মদক্ষতা পুরস্কার অর্জন করি।

তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছিলাম এবং আমরা ব্যাংকের প্রতি কোনো ধরনের অবহেলা করেননি। কিন্তু ব্র্যাক ব্যাংক ম্যানেজম্যান্ট, জোরপূর্বক ও কোনো স্পষ্ট কারণ ব্যতিরেকে, কোনো নোটিশ বা সতর্কবার্তা প্রদান না করে হঠাৎ করে চাকরিচ্যুত করে। তারা আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে, কোনো নিরপেক্ষ তদন্ত বা আলোচনা ছাড়াই এ ধরনের কঠোর পদক্ষেপ নেয়।

মানববন্ধন চলাকালে আন্দোলনকারী কর্মীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলো হলো: 
১. চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল ও ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
২. ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন করতে হবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close