ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৩৯ পিএম  (ভিজিট : ২৯০)
মিয়ানমার সীমান্তের ওপারে নাফনদী সংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

চেয়ারম্যান বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০ টার দিকে অবৈধ ভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আহত হয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close