ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ফ্রান্সকে বিদায় গ্রিজম্যানের
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১:৩৯ এএম  (ভিজিট : ১১৬)
জাতীয় দলে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে দিলেন আতোয়ান গ্রিজম্যান। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ফরোয়ার্ড সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা।

বিদায় বার্তায় গ্রিজম্যান লিখেছেন, ‘আজ গভীর আবেগকে সঙ্গে নিয়ে ফ্রান্স জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে আমি আমার অবসরের ঘোষণা দিচ্ছি। তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তকে পুঁজি করে ১০ বছরের অবিশ্বাস্য পথচলার ইতি টানার এটাই সেরা সময়। এই জার্সি গায়ে দিতে পেরে সম্মানিত ও গর্বিতবোধ করছি।’

ফ্রান্সের হয়ে মোট ১৩৭টি ম্যাচে মাঠে নেমেছেন ৩৩ বছর বয়সি গ্রিজম্যান। দারুণ দক্ষতায় সামলেছেন দলের মাঝমাঠ। ২০১৬ ইউরোতে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা, ফ্রান্সকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু পর্তুগালের কাছে হেরে জলাঞ্জলি দিতে হয় শিরোপাস্বপ্ন। পেছনে ফেলে আসা সেই সোনালি সময়ের কথাও স্মরণ করেছেন গ্রিজম্যান।


সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close