ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

অপহরণের পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন আতিক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ পিএম  (ভিজিট : ২৩২)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলার অপহরণের শিকার হওয়া আতিক (২০) ৫ দিন পরে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বলে জানান আতিকের বাবা আব্দু সালাম। অপহরণের শিকার আতিক হ্নীলা নাটমোরাপাড়া এলাকার আব্দু সালামের ছেলে দ্বিতীয় ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণকারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে অপহরণের শিকার আতিকের মামা আবছার কামাল ছিদ্দিকী।
 
তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মুছনী এলাকার তার এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মুছনী রেজিস্ট্রার্ট ক্যাম্প এলাকা থেকে অপহরণচক্রের হাতে অপহরণের শিকার হয়।

অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহ ভাজন এলাকায় ব্যাপক পুলিশি তল্লাশি চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে ভিকটিমের বাবা আব্দু সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, আমার ছেলে আতিক মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে। তাকে মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে কত টাকা মুক্তিপণ নিয়েছে তিনি শিকার না করলে তার মামা আবছার কামাল নিশ্চিত করেছে। 

তিনি আরও জানান, আমার ছেলে আতিককে শারীরিক নির্যাতন করেছে। 

সময়ের আলো/আরআই







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close