ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম  (ভিজিট : ২০৮)
উদ্দেশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি রফিকভবন থেকে পদযাত্রা করে কলা ভবন, সাইন্স ফ্যাকাল্টি হয়ে রফিক ভবনে এসে  শেষ হয়।

বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’,  ‘উত্তরবঙ্গ ডুবল কেনো জবাব চাই  জবাব দে’, ‘খুনি মোদী বিচার চাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ভারত বিভিন্ন জায়গায় অনিয়ম করে বাঁধ প্রদান করছে যা বাংলাদেশের সাথে বৈষম্যমূলক ব্যবহার। তাদের যখন খুশি বাঁধ বন্ধ-চালু করছে। যার ফলে বাংলাদেশে হঠাৎ করেই বন্যার সৃষ্টি হচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। দক্ষিণবঙ্গের বন্যা যেভাবে মোকাবেলা করা হয়েছে,একই ভাবে উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবেলা করা হবে। এজন্য সকলকে আবার এক হতে হবে।

এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা আমাদের  শহীদ ভাইদের রক্ত ব্যর্থ হতে দিব না। দেশের এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত সরকার। মোদী সরকারের কালো হাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দিবে এবং মোদীর সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। বার বার বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ সব সময় প্রস্তুত আছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close