ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল প্রাধ্যক্ষসহ ৭ পদে নতুন মুখ
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম আপডেট: ২৯.০৯.২০২৪ ৮:০৭ পিএম  (ভিজিট : ১৮৭)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হলের প্রাধ্যক্ষ, সহকারী প্রক্টর ও হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাতজন শিক্ষককে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারির মাধ্যমে এসকল দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধূরানী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। একই হলের আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক মাহিনূর আক্তার এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টরের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে চার শিক্ষককে। প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহকে। 

প্রতিটি নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সময়ের আলো/আরআই






এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close