ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নামাজে প্রস্রাবের চাপ দেখা দিলে করণীয়
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম  (ভিজিট : ১৪৮)
কখনো কখনো নামাজের পূর্বপ্রস্তুতি সত্ত্বেও মসজিদে জামাত শুরু হওয়ার পর প্রস্রাবের প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে, প্রস্রাবের চাপ যদি এত কম হয় যার কারণে নামাজে মনোযোগ বিনষ্ট হয় না, তবে ওই অবস্থায় নামাজ পড়া দোষণীয় নয়। কিন্তু যদি চাপ এত বেশি থাকে যে, মনোযোগ সহকারে নামাজ পড়া কঠিন হয়ে যায়, তবে সে ক্ষেত্রে জামাত ছেড়ে দিয়ে আগে জরুরত সেরে নিতে হবে। এরপর ওজু করে একাকী বা জামাতে নামাজ পড়া যাবে। কারণ বেশি চাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ। এতে নামাজের মনোযোগ নষ্ট হয়।

রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ ও পরকালের বিশ্বাসী ব্যক্তির জন্য প্রস্রাবের চাপ থেকে স্বস্তি লাভ না করা পর্যন্ত নামাজ পড়া বৈধ নয়’ (আবু দাউদ : ৯১)। অন্যত্র বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেন, ‘মসজিদে নামাজের জামাত শুরু হওয়ার পর তোমাদের কারও শৌচাগারে যাওয়ার প্রয়োজন দেখা দিলে সে যেন প্রথমে তা সেরে নেয়।’ (আবু দাউদ : ৮৮; আলবাহরুর রায়েক ২/৩৩; রদ্দুল মুহতার : ১/৬৪১)

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close