ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

একদিনে ১৮৩ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত
আশ্বিনের মুষলধারে বৃষ্টিতে পঞ্চগড়ে শীতের আমেজ
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৬ পিএম  (ভিজিট : ২৮৪)
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা ৫ দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। কমেছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। কখনো মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। আশ্বিনের বৃষ্টিতে রোজগার কমায় বিপাকে খেটে খাওয়া মানুষগুলো।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষনাগার কার্যালয়। তার আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ১৭৩.৫ মিলিমিটার। 

গত দিনের মতো শনিবার সকাল থেকে দেখা যায়, মুষলধারেই ঝরছে আশ্বিনের বৃষ্টি। টানা ৫ দিন ধরে বৃষ্টির কারণে দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পরেছে দিন মজুর, পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিকসহ এসব খেটে খাওয়া মানুষগুলো। এদিকে আশ্বিনের মাঝামাঝিতে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের আমেজ পুরোদমে শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাহিরুল, আকবর আলীসহ কয়েকজন দিনমজুর বলেন, গত ৫ দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, কমছে না। বৃষ্টির কারণে সকালে কাজে যাওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে আয়-রোজগারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

একই কথা বলেন নারী পাথর শ্রমিক আনিছা, সাহেরনসহ কয়েকজন। তারা জানান, বৃষ্টির কারণে চা পাতা তোলা সম্ভব হচ্ছে না। খুবই অসুবিধায় পরেছি।

আশ্বিনের বৃষ্টিতে শীত ডেকে আনার বিষয়ে স্থানীয়রা জানান, আশ্বিনের এ বৃষ্টিতে শীত পড়তে শুরু করেছে। একদিন ধরে রাতে কাঁথা নিতে হচ্ছে। বিশেষ করে এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার সন্নিকটে থাকায় এ অঞ্চলে শীতের আগমন ঘটে অন্যান্য জেলার আগেই।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ৫ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকালে গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল (শুক্রবার) সকালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছিল ১৭৩.৫ মিলিমিটার। আর গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close