ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে ২ শিশুর মৃত্যু
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০১ পিএম  (ভিজিট : ১২২)
পাবনা সাঁথিয়ায় উপজেলাতে পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) ও মোঃ ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন- মোছা. আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে ও মো. ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুলের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাত ভাই-বোন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুলের মা মারা গেছেন। ঐদিন ইনামুল হক তার মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। শনিবার হাফিজুলের মায়ের জিয়ারত খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এদিকে হাফিজুলের মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক ডা. মোছা. ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। প্রাথমিক ভাবে তাদের দেখে মৃত ঘোষণা করা হয়।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি পুন্ডুরিয়া দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন ঘটনা দুঃখজনক। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close