ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

আজ থেকে জাহাঙ্গীরনগরে শুরু হচ্ছে ‘সপ্তাহব্যাপী নাট্যপার্বণ’
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৯ পিএম  (ভিজিট : ১১৪)
‘রক্তিম রজ্জু ছিঁড়ে রাঙ্গুক পৃথিবী’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ থেকে শুরু হচ্ছে নাট্যপার্বণ-২০২৪।

জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী এ নাট্যপার্বণ শনিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়ে চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ জানান, প্রতিষ্ঠার ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’, ৩০ সেপ্টেম্বর ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘দা আর্ট’, ২ অক্টোবর এক্টোম্যানিয়া প্রযোজিত ‘হ্যামলেট মেশিন’, ৩ অক্টোবর প্রাচ্যনাট প্রযোজনায় ‘পুলসিরাত’, ৪ অক্টোবর জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘দ্বিতীয় মৃত্যুর আগে’ এবং ৫ অক্টোবর আরশিনগর প্রযোজিত মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ মঞ্চায়িত হবে।

এছাড়াও নাট্যপার্বণে আবুল মনসুরকে গুণীজন এবং জিয়াউল হককে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১১৪টি নাটকের প্রায় চার শতাধিক সফল মঞ্চায়ন করেছে।


সময়ের আলো/এএ/




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close