ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ভোটার হতে গিয়ে দুই রোহিঙ্গাসহ আটক ৩
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩০ পিএম আপডেট: ২৭.০৯.২০২৪ ১০:২১ পিএম  (ভিজিট : ১৫১)
ঢাকার দোহারে ভোটার হওয়ার সময় দুই রোহিঙ্গাসহ স্থানীয় এক নারীকে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে দোহার থানায় মামলা হয়েছে।

আটক দুই রোহিঙ্গা হলেন- কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ এর বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯) এবং টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির (২৪)। এসময় তাদের সাথে আসা দোহারের মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহারকে (৩৮) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাঈদ ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। তারপর ভারত থেকে সে কাজের ভিসায় সৌদি আরবে চলে যায়। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চার মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। 

দোহার উপজেলা নির্বাচন অফিস জানায়, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদ্যুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে যায়। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের সন্দেহ করে। এসময় কাগজপত্র চ্যালেঞ্জ করলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে দোহারের ওই নারী খাইরুন নাহারসহ তিন জনকে সন্ধ্যার পর দোহার থানায় সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস।

আটক সাঈদ ও আমির জানায়, উপজেলার চর লটাখোলা গ্রামের রাজিব নামে এক যুবকের মাধ্যমে তারা এখানে আসে। চতুর রাজিব কৌশলে খাইরুন নাহার নামের ঐ নারীর মাধ্যমে তাদের ভোটার হতে পাঠায়।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তানিসুর রহমান জানান, অফিসের স্টাফদের দায়িত্বশীলতায় দুজন রোহিঙ্গাকে শনাক্ত করতে পেরেছি। তাদের পুলিশ দেয়া হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় দোহার উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. আইয়ুব হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলার এক আসামি পলাতক রয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close