ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

টানা বৃষ্টিতে দিনাজপুরের নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৭ পিএম  (ভিজিট : ৩২৪)
দুইদিনের টানা বৃষ্টিতে দিনাজপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা, আত্রাই আর ইছামতি এই প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার অনেকটা কাছাকাছি রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো তলিয়ে না গেলেও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নদীগুলোর পানি কমে যেতে পারে বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্তা। আর গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় বৃষ্টিপাত ১২০ দশমিক ২০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস।

সরেজমিনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহর ঘেষা পুনর্ভবা নদীর মাহুতপাড়া অংশে গিয়ে দেখা গেছে, দুইদিন আগে নদীর পানি ব্লকের নিচে অবস্থান করছিল আর আজ পানি নদীর সমতল ছুইছুই করছে। আজ সারাদিন বৃষ্টি হলে সমতলের নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন নদীর তীরবর্তী এলাকার মানুষেরা। আর পানির স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গণও হতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুইদিনের টানা বৃষ্টিতে দিনাজপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৯টায় শহরের পাশ ঘেষা পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে ৩০ দশমিক ৯৬ মিটার উপর দিয়ে। পুনর্ভবা নদীর বিপদসীমা ৩৩ দশমিক ৫০০ মিটার। জেলার খানসামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ৪৪ দশমিক ৮৫ মিটারের বিপরীতে ৪৩ দশমিক ৫৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি চিরিরবন্দররের ভূষিরবন্দর অংশে বিপৎসীমা ৩৯ দশমিক ১৫ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৩৬ দশমিক ৪৬ মিটারে। এছাড়াও ফুলবাড়ি উপজেলা পয়েন্টে ইছামতি বা ছোট যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে ২৭
দশমিক ২৮ মিটার উপর দিয়ে। যদিও এই নদীর বিপদসীমা হচ্ছে ২৯ দশমিক ৫০০ মিটার।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন সময়ের আলোকে জানান, শুক্রবার সকাল ৯টায় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রধান তিনটি নদীর মধ্যে শহর ঘেষা পুণর্ভবা ও খানসামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি বিপদসীমার খুবই কাছাকাটি প্রবাহিত হতে দেখা গেছে। এছাড়াও ফুলবাড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। তবে শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টি কমে গিয়ে নদীগুলোর পানি হ্রাস পাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই
কর্মকর্তা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন সময়ের আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১২০ দশমিক ২০ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, যা ৮৯ মিলিমিটার কম-বেশি হতে পারে। তবে পরবর্তী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা কমে
আসতে পারে বলে জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close