ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচার
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩২ পিএম  (ভিজিট : ৯৪)
বাবা-ছেলের মধ্যে ঝগড়া চলছিল। এমন সময় ঝগড়া থামাতে এগিয়ে যায় চাচা। তখন চাচার উপরে ভাতিজা ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করে ভাতিজা। এতে প্রাণ হারান চাচা। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য ঈসমাইল হোসেন দুলু (৬৫) ঝাউবোনা গ্রামের মৃত্যু সামার ছেলে ও ভাতিজা রবিউল ইসলাম ভুটু (২৫) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা। বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি তদন্ত মো. ইকবাল পাসা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল হোদা জানান, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সঙ্গে তার ছেলে ভুটুর ঝগড়া শুরু হয়। এ সময় চাচা থামাতে গেলে ভাতিজা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন ঈসমাইল হোসেন দুলুকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ভোলাহাট থানার ওসি তদন্ত মো. ইকবাল পাসা বলেন, গত রাতে মিলন আলী ও রবিউল ইসলাম ভুটু অর্থাৎ বাপ-ছেলের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় ভুটুর চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউল ইসলাম ভুটুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। এছাড়া আইনি বিষয় প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close