ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পুণ্যস্নানে ডুবে ৩৭ শিশুসহ নিহত ৪৬
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:০২ এএম  (ভিজিট : ১৪৪)
ভারতের বিহারে পুণ্যস্নানে গিয়ে নদী ও পুকুরে ডুবে ৩৭ শিশুসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১৫ জেলার পৃথক স্থানে বুধবার এ ঘটনা ঘটে বলে গতকাল বৃহস্পতিবার বিহার সরকার জানিয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ আছে বলে জানা গেছে।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, গত বুধবার সনাতন ধর্মাবলম্বীদের ‘জীবীপুত্রিকা’ উৎসব ছিল। এ উৎসবে নারীরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য উপবাস করে এবং সন্তানদের সঙ্গে নিয়ে পুণ্যস্নান করে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এতে আরও বলা হয়, রাজ্যের পূর্ব ও পশ্চিম চম্পারন, নালন্দা, আওরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার মৃতদের প্রতি পরিবারের জন্য ৪ লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close