ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহত ১৪
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৩ পিএম  (ভিজিট : ১১২)
পঞ্চগড়ে কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের ঘটনাটি ঘটেছে।

আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিনসহ চিকিৎসা নিয়েছেন। আক্রমণের শিকার বেশিরভাগ মানুষের পায়ে কামড় দিয়েছে কুকুর। কুকুর ধরতে পৌরসভার একটি দল মাঠে নামলেও বুধবার গভীর রাত পর্যন্ত কোনো কুকুর শনাক্ত বা আটক করা যায়নি।

কুকুর কামড়ের পর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকা থেকে একে একে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসতে থাকেন আক্রান্তরা। একজন নার্সসহ ১৪ জন কুকুরের কামড়ের শিকার হন। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ভুক্তভোগীদের বর্ণনামতে কয়েকটি এক সাথে রাস্তায় ঘুরছিলো। এর মধ্যে একটি কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। কুকুর শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আরও কুকুর কামড়ের শিকার হতে পারেন বলে জানান স্থানীয়রা।

জেলার সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, কুকুর শনাক্তসহ আটক করতে পঞ্চগড় পৌরসভার একটি দল কুকুরের খোঁজ শুরু করেছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close