ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২২ এএম  (ভিজিট : ১২০)
মা-বাবার কবরের পাশে শায়িত হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী।

বুধবার (২৬ সেপ্টেম্বর) এশার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে বুধবার রাত ৮টায় রাজধানী ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ মাঠে সর্বশেষ জানাজার নামাজ হয়। এতে ইমামতই করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতে ইসলামীর জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close