ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৫০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৮ পিএম  (ভিজিট : ১৩২)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আখাউড়া পৌরসভার বাইপাস থেকে এসব মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মনিয়ন্দ বিওপির একটি টহল দল আখাউড়া পৌর শহরের বাইপাস এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানরা মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় কয়েকটি কার্টুন থেকে এক হাজার ১৭১টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ ২৬ হাজার টাকা। 

উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close