ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম  (ভিজিট : ১৬৮)
হবিগঞ্জের বাহুবল জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের ভাবনাকান্দি গ্রামের মনফর হাজির বাড়ির আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাই এর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়া বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে একই গ্রামের মোশাহিদ মিয়া তাহার লোকজন আব্দুল হাইদের পক্ষ নিয়ে মারামারিতে যোগ দেন।

এসময় ইসহাক উল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ঘোষণা করেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close